আসানসোল:  হকারদের বিক্ষোভ চলাকালীন আরপিএফের লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোল স্টেশন চত্বর। পাল্টা তৃণমূলের পতাকা হাতে হকারদের তাণ্ডব। ভাঙচুর করা হয় স্টেশন চত্বরে আরপিএফের অফিস, টিকিট কাউন্টার, ৭ নম্বর প্ল্যাটফর্মের একাংশ। আরপিএফকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ঘটনায় জখম কয়েকজন হকার ও ট্রেনযাত্রী। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ভিডিওতে দেখুন আসানসোল স্টেশনের পরিস্থিতি