মেমারিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্কুলবাসের, জখম ২০ পড়ুয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2016 02:40 PM (IST)
বর্ধমান: ফের দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস। বর্ধমানের মেমারিতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। আহত ২০ স্কুলপড়ুয়া, ৩ জনের আঘাত গুরুতর। গ্রেফতার চালক। পার্ক সার্কাস, বেলগাছিয়ার পর এবার বর্ধমানের মেমারি! ফের দুর্ঘটনার মুখে স্কুলবাস! আহত ২০ জন পড়ুয়া! যাদের মধ্যে কমপক্ষে ৩ জনের অবস্থা বেশ গুরুতর! শনিবার সকাল। ঘড়িতে তখন ১১টা। রোজকার মতোই ছাত্রছাত্রীদের নিয়ে মেমারি ক্রিস্টান মডেল স্কুলে যাচ্ছিল বাসটি। কলেজ মোড়ের কাছে আচমকাই উল্টো দিক থেকে ধেয়ে আসে বিপদ! বেপরোয়া ট্রাক মুখোমুখি ধাক্কা মারে স্কুলবাসটিকে! প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটির গতি এত বেশি ছিল যে, ধাক্কা মারার পর বাসটিকে ঠেলতে ঠেলতে প্রায় ৩০ ফুট দূরে নিয়ে গিয়ে ফেলে! তারপর আছড়ে পড়ে রাস্তার পাশের একটি বাড়িতে! দুর্ঘটনায় জখম হয় ২০ জন স্কুলপড়ুয়া। জখম হন বাসের চালকও। মেমারি কলেজের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা মিলে আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। এদিকে, দুর্ঘটনার পর এলাকায় প্রায় আধঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জিটি রোডে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। নাকাল হন সাধারণ মানুষ। যদিও, পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আটক করা হয় ট্রাকচালককে। খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে এভাবে স্কুলবাসটিকে ধাক্কা মারল ট্রাকটি? শুধুই নিয়ন্ত্রণ হারিয়ে নাকি নেপথ্যে রয়েছে ট্রাকচালকের গাফিলতি?