মুর্শিদাবাদ: মানুষ গড়া, শিক্ষকদের দায়িত্ব! আর সেই শিক্ষকের বিরুদ্ধেই কি না সহকর্মীকে উত্যক্ত করার অভিযোগ!ঘটনাস্থল মুর্শিদাবাদের জলঙ্গী।
ফেব্রুয়ারি মাসে এখানকার এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদে যোগ দেন এই তরুণী। অভিযোগ সেদিন থেকেই তাঁকে নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন প্রধান শিক্ষক কৌশিক সরকার। দু’জনের বাড়িও আবার জলঙ্গীর একই পাড়ায়।
অভিযোগকারী শিক্ষিকার অভিযোগ প্রধান শিক্ষক কৌশিক সরকার তাঁকে বিয়ের প্রস্তাব দেন।কিন্তু, তিনি তা অস্বীকার করেন।অভিযোগ, এরপরই মানসিক অত্যাচার শুরু করেন প্রধান শিক্ষক।স্কুলের মধ্যে নানাভাবে হেনস্থা করতে শুরু করেন।
শিক্ষিকার অভিযোগ,১৮ তারিখ জন্মদিনে তাঁকে স্কুলে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক। তারপর গিফট দিতে চান। কিন্তু, তিনি নিতে অস্বীকার করায়, সবার সামনে চরম অপমান করেন প্রধান শিক্ষক কৌশিক।
এরপর ২১ তারিখ জলঙ্গী থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগকারী শিক্ষিকা।সেদিন থেকে আর স্কুলে আসছেন না প্রধান শিক্ষক।তাঁর সঙ্গে যোগাযোগের বারবার চেষ্টা করা হলেও, মোবাইল ফোন বন্ধ থাকায়, প্রতিক্রিয়া পাওয়া যায়নি।