কলকাতা: মহেশতলার বড়কনতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির কাঁচামাল উদ্ধার করল পুলিশ। বাড়ির মালিককে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


সোমবারের পর মঙ্গলবার, ভোটের মুখে পরপর দু’দিন দক্ষিণ ২৪ পরগনা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বড়কনতলা এলাকায় তরুণ দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে মঙ্গলবার রাতে অভিযান চালায় DSP ইন্ডাস্ট্রিয়াল মিতুন দে এবং মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্ত তরুণ দাসের বাড়িতে ঢুকে দেখা যায় সেখানে একের পর এক ড্রাম ও বস্তায় মজুত রয়েছে শক্তিশালী বিস্ফোরক তৈরির কাঁচামাল যার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর,ওই বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।


৯০০ কেজি নাইট্রেট গ্রুপের সাদা পাউডার 
৪৮০ কেজি রুপোলি পাউডার বা বারুদ  
১২৫০ কেজি সোডা 
১০ কেজি বেরিয়াম কার্বনেট


বুধবার বাড়ির মালিক অভিযুক্ত তরুণ দাসকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইন ও বেআইনি বিস্ফোরক মজুত রাখার আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার খালপাড়ে অভিযান চালিয়ে একটি বস্তার মধ্যে থেকে ১৩টি তাজা বোমা উদ্ধার হয়। রবিবার রাতেও ওই এলাকা থেকে ২১টি বোমা উদ্ধার করে পুলিশ।


এমনিতেই ভোটের আবহে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগণা। একাধিক রাজনৈতিক সংঘর্ষে বারবার রণক্ষেত্র হয়েছে জেলার একাধিক স্থান। বুধবারও ভাঙড়, বারুইপুরের মতো জায়গায় রাজনৈতিক সংঘর্ষে অনেককে গুরুতর আহত অবস্থায় ভর্তি করতে হয়েছে হাসপাতালে। এই অবস্থায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির কাঁচামাল উদ্ধার হওয়া ঘিরে চিন্তার ভাঁজ সবমহলে।