হাওড়া:  বৃষ্টির কারণে হাওড়ার বিভিন্ন জায়গা জলমগ্ন হওয়ায় কোনা এক্সপ্রেসওয়ের উপর সাঁতরাগাছি মোড়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ। ব্যাহত যান চলাচল।

বিক্ষোভকারীদের অভিযোগ, জগাছার মহিহারি রোড এবং হসপিটাল রোড বেশ কয়েকদিন ধরে জলমগ্ন রয়েছে। বার বার এই নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আজ সকালে অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। পরে বিক্ষোভ সরিয়ে রাস্তায় যান চলাচল চালু করেছে পুলিশ।