কলকাতা: রাতভর বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতেও। বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃত ৪।
রাতভর অঝোরে বৃষ্টি। যার জেরে জলমগ্ন উত্তরবঙ্গের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত জনজীবন। শুক্রবার বিকেল থেকে ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি প্রবল বৃষ্টি হয়েছে মালদা জেলাতেও। অন্যদিকে, শনিবার দিনভর কলকাতার আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। পাশাপাশি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে।
প্রবল বৃষ্টিতে দুই বঙ্গে কয়েকজনের মৃত্যু হয়েছে। দার্জিলিং- ও কোচবিহারে মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বজ্রপাতে বাসন্তীতে জখম দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া।
পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।