কলকাতা:  সোমবার রাতভর বৃষ্টিতে বেহাল হাওড়া। হাওড়া পুরসভার অন্তত ২৫টি ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটুজল, কোথাও জল কোমর সমান। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত। জলমগ্ন টিকিয়াপাড়া কারশেড। রেললাইনে জল থাকায় ডাউন ট্রেন ধীরগতিতে চলছে। ফলে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে চলছে আপ লাইনের ট্রেনও। বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে সিগন্যাল ব্যবস্থা কাজ না করাতেই এই বিপত্তি।
রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে জল জমেছে কয়েকটি এলাকায়। আজ সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ৩২ হাজার ২৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ সূত্রে খবর, এভাবে বৃষ্টি হলে, জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে।
প্রবল বৃষ্টিতে রানিগঞ্জের বল্লভপুরের নূপুর, বেলুনিয়া, রনাই জলমগ্ন। জামুড়িয়ার অধিকাংশ গ্রামের রাস্তা জলে ডুবে গিয়েছে। আসানসোলের রেলপাড় বিশেষ করে গারুই নদী তীরবর্তী এলাকা পুরোপুরি জলমগ্ন। জল জমেছে কুলটির নিয়ামতপুরের একাংশে।


প্রবল বৃষ্টিতে বাঁকুড়ার জঙ্গলমহল-সহ একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির কারণে কংসাবতী নদীর জলস্তর বাড়ছে। ফলে মুকুটমণিপুর জলাধার থেকে সাড়ে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে রানিবাঁধ-খাতরা সড়ক যোগাযোগ। অন্যদিকে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায়, সোনামুখীর শালী নদীর জলস্তর বাড়ছে। নদী তীরবর্তী একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা।

দফায় দফায় বৃষ্টির জেরে জল জমেছে বরানগর, বিটি রোড, বেলঘরিয়ার বিস্তীর্ণ এলাকায়।