কলকাতা: পরিমাণ কমলেও, ভ্রাতৃদ্বিতীয়ায় অব্যাহত থাকবে বৃষ্টির দাপট। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃষ্টি হবে দক্ষিণেও।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ দূর্বল হয়ে উত্তর ও উত্তর-পূর্বের দিকে সরছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। বৃষ্টি হবে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কালীপুজোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপর্যস্ত, জেলা থেকে শহর। শুক্রবার সকাল থেকে বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় ঠনঠনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক সার্কাস কানেক্টর, বেহালা সহ শহরের বিভিন্ন জায়গায়। সন্ধেতেও জল জমে ছিল উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট সহ কয়েকটি জায়গায়।
পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন। সল্টলেকের সেচ দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সূত্রের দাবি, প্রত্যেক জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ত্রাণ সামগ্রী তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টি হতে পারে মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ ও বর্ধমানে।
আর এই প্রাকৃতিক দুর্যোগে পণ্ড উৎসবের আনন্দ। কোথাও রাস্তার ওপর ভেঙে পড়ল প্যান্ডেলের গেট। কোথাও ঝোড়ো হাওয়ায় লন্ডভণ্ড মণ্ডপ। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে
বাদু রোডে উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কালীপুজোর প্যান্ডলের তোরণ! আহত হন ২ পথচারী। ব্যাহত হয় যান চলাচল। উত্তর ২৪ পরগনার নৈহাটিতেও নাগাড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় তছনছ হয়ে গেছে নৈহাটির কয়েকটি পুজো মণ্ডপ।
অন্যদিকে, হুগলির পাণ্ডুয়ায় দুর্যোগের জেরে জিটি রোডের উপর ভেঙে পড়ে কালীপুজোর প্যান্ডেলের গেট। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। নদিয়ার কুপার্স ক্যাম্পেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত একাধিক কালীপুজোর প্যান্ডেল। নদিয়ার আড়ংঘাটাতেও একই পরিস্থিতি।
এদিন সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতিতে দিশারী সঙ্ঘের কালীপুজোর আলোর গেট ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান পথচারীরা। দুশ্চিন্তায় পুজো উদোক্তারা।