কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। ফসল নষ্টের আশঙ্কা। বারাসাত-নৈহাটি-কাঁকিনাড়া, টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগণার বিভিন্ন বড় কালীপুজোর মণ্ডপ। সঙ্কটে পুজো কমিটিগুলি।
হুগলির পাণ্ডুয়ায় জিটি রোডের উপর ভেঙে পড়ল প্যান্ডেলের গেট। অল্পের জন্যবড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। বৃষ্টিতে জল জমে গিয়েছে ব্যান্ডেলে স্টেশন রোড, শ্রীরামপুর গলাপোলে।
বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে। ঘুসুড়ি, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, সালকিয়া, বেলগাছিয়ায় জমা জলে দুর্ভোগ বাসিন্দাদের।
উৎসবের মরসুমে বৃষ্টি বাঁকুড়াতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টিতে জল জমে গিয়েছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়।
দফায় দফায় বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামের লালগড়, গোপীবল্লভপুর, বেলপাহাড়িতেও।
কাল রাত থেকে প্রবল বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। ফসলের ক্ষতির আশঙ্কা।
দিঘা, কোলাঘাট, হলদিয়ায় ভারী বৃষ্টি। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলবর্তী থানাগুলিকে। এদিকে, মুষলধারে বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পাঁশকুড়া, মেচেদায় বিঘার পর বিঘা ধানের জমিতে জল জমে গিয়েছে। ফসল নষ্টের আশঙ্কা কৃষকদের।
রাত থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে নদিয়াতেও। ফসল নষ্টের আশঙ্কা। ফুলিয়ায় ২ কিলোমিটার লম্বা আল্পনা দেওয়ার পরিকল্পনা অথৈ জলে। বৃষ্টির জেরে আড়ংঘাটা, কুপার্স ক্যাম্প চত্বরে কালীপুজোর প্যান্ডেলের বেহাল দশা।
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামেও বৃষ্টি বিভ্রাট। বাদু রোডে উপর কালীপুজোর প্যান্ডলের তোরণ ভেঙে আহত ২ পথচারী। ব্যাহত যান চলাচল। এদিকে, নাগাড়ে বৃষ্টির জেরে জল জমে গিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, পানিহাটিতে। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত নৈহাটির কয়েকটি পুজো মণ্ডপ।
সোনারপুর বারুইপুর, জয়নগর, ডায়মন্ডহারবার সহ গোটা দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বৃষ্টির জেরে জল জমে গিয়েছে বিভিন্ন জায়গায়।
দুর্গাপুরেও রাত থেকে নাগাড়ে বৃষ্টি।
সিউড়ি, বোলপুর-সহ বীরভূমের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া।
বিভিন্ন জেলায় বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া, ক্ষতিগ্রস্ত কালীপুজোর প্যান্ডেল, ফসল নষ্টের আশঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2017 11:09 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -