কলকাতা: জোড়া নিম্নচাপ অক্ষরেখা সঙ্গে হাত মিলিয়েছে ঘূর্ণাবর্ত। তিন মূর্তির দাপটে দিনভর ভিজল কলকাতা।
শুক্রবার সকালে থেকেই মেঘলা ছিল আকাশ। বেলা বাড়তেই ঘনিয়েছে অন্ধকার। ঝেঁপে নেমেছে বৃষ্টি। যার জেরে জল জমে যায় শহরের কোথাও কোথাও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বঙ্গোপসাগর ও বিহার থেকে ওড়িশা উপকূল পর্যন্ত জোড়া নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাত। কলকাতার পাশাপাশি, বৃষ্টি হয়েছে জেলাতেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে সারাদিন।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। প্রবল বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। আগামী দুদিন তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।