কলকাতা: দুপুরেই কালো শহরের আকাশ। নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। শহরের বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজট। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ২৪ থেকে ৪৮ ঘণ্টা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


বঙ্গোপসাগরের নিম্নচাপ কিছুটা দুর্বল হলেও তার প্রভাব রয়েছে পুরোমাত্রায়। সেই প্রভাবের জেরেই দুপুরে শহরজুড়ে মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে আপাতত অবস্থান করছে ওড়িশা উপকূলে। তার প্রভাবেই আজ দুপুরে কালো হয়ে আসে শহরের আকাশ। শুরু হয় প্রবল বৃষ্টি। টানা বৃষ্টি চলে বেশ কিছুক্ষণ। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, নিম্নচাপের প্রভাব থাকতে পারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

প্রায় ৩০ মিনিটের টানা বৃষ্টিতে তীব্র যানজট শহরের বস্তীর্ণ এলাকায়। পোস্তা, ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্যাভেনিউ, মুক্তারাম বাবু স্ট্রিট থেকে সাদার্ন অ্যাভেনিউ-এ দেখা দিয়েছে যানজট। গাড়ি অত্যন্ত ধীর গতিতে চলছে ই এম বাইপাস, রাসবিহারী অ্যাভেনিউ-এ। বন্দর এলাকার পাশাপাশি, হাওড়া সেতুতেও গাড়ির গতি ধীর।