নামখানা:  নামখানায় ইলিশ ভর্তি নৌকা উল্টে বিপত্তি। নষ্ট হল প্রায় ৩-৪ লক্ষ টাকার ইলিশ মাছ। মাথায় হাত মৎস্যজীবীদের।

ট্রলার মালিক অ্যাসোসিয়েশনের দাবি, নামখানার নারায়ণঘাটের অবস্থা অত্যন্ত করুণ। ইলিশ ভর্তি ট্রলারগুলি ঘাট পর্যন্ত আসতে পারে না। মাঝ নদীতে দাঁড়ানো ট্রলার থেকে মাছ ছোট নৌকো করে ঘাটে আনা হয়।

রবিবার বিকেলে এরকমই একটি নৌকা মাছ নিয়ে আসছিল। কিন্তু, ঘাটে বাঁধা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে সেটি উল্টে যায়।

স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে নৌকায় থাকা চারজনকে উদ্ধার করেন।

তবে ইলিশ মাছ ভর্তি সব ক্রেটগুলি উদ্ধার করা যায়নি। জলে ভেসে যায় সেগুলো। একসঙ্গে ৩-৪ লক্ষ টাকার ইলিশ মাছ নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের।