সমীরণ পাল, হিঙ্গলগঞ্জ: ৪ মাস আগেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। ৫২ বছরের সুনীতা গৌড়কে তাঁর বাড়িতে ফেরানো হল হ্যাম রেডিওয় ট্র্যাক করে। সুনীতা দেবীর বাড়ি উত্তর প্রদেশের আজমগড় জেলার আজমগড় থানার খেম খরম গ্রামে। জানা গিয়েছে, গত ৪ মাস বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সেই মহিলা। এরপরই তাঁর পরিবারের লোকেরা অনেক খোঁজের পর না পেয়ে শেষ পর্যন্ত ডায়েরি করেন।
উত্তর প্রদেশের আজামগড় থানায়। এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তের বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়, ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। খবর যায় হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ও সমাজ সেবক সুশান্ত ঘোষের কাছে। ওই ভারসাম্যহীন মহিলাকে হিঙ্গলগঞ্জ বাজারে এনে তাকে সুস্থ করে তোলা হয়। এরপরই ডাক্তারের পরামর্শ মত সেই মহিলাকে নতুন বস্ত্র পরিয়ে একটি ঘরে রাখা হয়। শরীর সুস্থ হলে একে একে নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর বলতে শুরু করেন সেই মহিলা। মহিলার বিবৃতি মত জানা গিয়েছে ৫ বছর আগে মারা গিয়েছেন তাঁর স্বামী। বর্তমানে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বুধবার তার আত্মীয়স্বজন উত্তর প্রদেশ থেকে হিংলগঞ্জ বাজারে এসে তাকে নিয়ে রওনা দেয়।
সমাজসেবী সুশান্ত ঘোষ বলেন, ‘১৯৯৪ থেকে ২০২১ সাল পর্যন্ত গত ২৫ বছর ধরে প্রায় ৬২ জনকে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিখোঁজ যুবক, যুবতী, মহিলা, পুরুষ, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ-বৃদ্ধাকে চিকিৎসা করিয়ে সুস্থ সেবা করার পর। কখনও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া তাদের ছবি পোস্ট করে খোঁজ নিয়ে তাদের পরিবার তুলে দেওয়া হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘এই ভাবে পরিবারের হাতে তুলে দিতে পেরে মানসিক শান্তি পাই। তাই বিনা পয়সায় নিজস্ব অর্থে শ্রম দিয়ে এই কাজ করে যেতে চাই।’ হ্যাম রেডিও ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান হ্যাম রেডিওর মাধ্যমে ওই মহিলা সন্ধান পাওয়া যায় হিঙ্গলগঞ্জে। ওখানকার এক ব্যবসায়ীর মাধ্যমে তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিই।’