কলকাতা: মঙ্গলবারের পর বুধবারেও করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেল অনেকটাই। কোভিড-১৯ এর দাপট ফের বাড়ল রাজ্যে। স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুসারে মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০০ জন। রাজ্যে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯। মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৬৩৯ জন। এদিন সেই সংখ্যা ফের অনেকটাই বৃদ্ধি পেল। 


স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬ জন। মঙ্গলবারে কিছুটা কমেছিল সক্রিয় রোগীর সংখ্যা। এদিনও কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি হিসেবে ১১ অগাস্ট রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা  ১০ হাজার ১৬৩ জন। মঙ্গলবার সক্রিয় রোগীর পরিসংখ্যা ছিল ১০ হাজার ২১৫ জন। 


রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। মঙ্গলবার বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছিল ৭২৪ জন।  এ নিয়ে করোনা আবহ শুরুর দিন থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০৭,২৭৮ জন। সরকারি হিসেবে বুধবার রাজ্যে সুস্থতার হার ৯৮. ১৫ শতাংশ। 


দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সে জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯ জন। এরপর রয়েছে কলকাতা । একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ৭৮ জন। এরপর রয়েছে শৈলশহর দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৭১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১১টি। পজিটিভিটি রেট ১.৪৯%। পশ্চিমবঙ্গে ১১ অগাস্ট পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জনকে। এদের মধ্যে কোভিড টিকার প্রথম ডোজ পেয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৮৫৭ জন, সেকেন্ড ডোজ পেয়েছেন ৫০ হাজার ৪৭৮ জন। 


এদিকে, কেন্দ্রের সংযোজিত নতুন মিউটেশনের খোঁজ মিলেছে বাংলায়। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, কেন্দ্রের সংযোজিত নতুন মিউটেশনের খোঁজ মিলেছে বাংলায়। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।  আলফা, বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাসের পর, এবার কাপ্পা ও B1617.3 - নতুন এই দুই ভ্যারিয়েন্টের ওপর নজরদারি চালাতে বলা হয়েছে। এনিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য, প্রত্যেকটি রাজ্যে, ৫টি ল্যাবরেটরিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।