গৃহবধূকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ‘ধর্ষণ’, গ্রেফতার চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2017 06:37 PM (IST)
পশ্চিম মেদিনীপুর: চিকিৎসার নামে গৃহবধূকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে ‘ধর্ষণ’।এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার বাখরাবাদ গ্রামে। বছর ৩৭-এর গৃহবধূর দাবি, , মাথা ব্যথা নিয়ে, বছর দুয়েক আগে প্রথমবার তিনি এলাকার হোমিওপ্যাথি চিকিৎসহক মৃগাঙ্ক মাইতির (৪৫) কাছে যান। এরপর মাস ছয়েক আগে শরীর খারাপ হওয়ায় ওই চিকিৎসাকের কাছে ফের তাঁকে একাধিকবার যেতে হয়। গৃহবধূর অভিযোগ, তাঁকে ওষুধ খাইয়ে অজ্ঞান করে দিয়ে একাধিক বার ধর্ষণ করে ওই চিকিৎসবক এই মর্মে বৃহস্পতিবার বেলদা থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসককে। বৃহস্পতিবার রাতে, অভিযোগকারী গৃহবধূর মেডিক্যাল টেস্ট করানো হয়।