সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মৃতের শরীর থেকে অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ! পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের। হুগলিতে এক গৃহবধূর মৃত্যুর পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। মৃতের নাম মৌমিতা চক্রবর্তী। বয়স ৩১। বাড়ি হিন্দমোটরে।
পরিবার সূত্রে খবর, সম্প্রতি তাঁকে এনআরএস-এ ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১ ডিসেম্বর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মৌমিতাকে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।
পরিবারের অভিযোগ, মৃত্যুর পর দেহ ব্যান্ডেজে মুড়িয়ে তাঁদের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দেহ হওয়ায় বাড়িতে এসে ব্যান্ডেজ খুলে মৃতদেহ পরীক্ষা করেন আত্মীয়রা। অভিযোগ, দেহ পরীক্ষার সময় মৃতের তলপেটে কাটা দাগ দেখতে পান তাঁরা।
মৃতের বাবা বলেছেন, কেন তলপেট কাটা থাকবে? এই কারণেই সন্দেহ হচ্ছে। প্রকৃত কারণ তদন্ত করে বের করা হোক।
এরপর দাহ না করে মৃতদেহ উত্তরপাড়া পুরসভার হাসপাতালের মর্গে নিয়ে যান পরিবারের সদস্যরা।শনিবার তদন্তের দাবিতে শ্রীরামপুর আদালতের দ্বারস্থ হয় পরিবার। উত্তরপাড়া থানাকে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনে তদন্ত করা হবে। মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।