সোমনাথ মিত্র, হুগলি : তারকেশ্বর মন্দিরে দর্শনের সময়সীমা বাড়ানো হল। আজ থেকে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। তবে এখনই গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা। বহাল থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে সময়সীমা বাড়ানোর প্রচারও এলাকাজুড়ে করা হচ্ছে। পাশাপাশি সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে করোনা বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে।
আর একমাস পরেই শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা। লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে গতবছর করোনা আবহে মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। এবার শ্রাবণী মেলার আয়োজন হবে কি না, তা এখনও জানানো হয়নি। মন্দিরের মোট ৪ টি গেটের মধ্যে ২ টি আপাতত খোলা থাকছে। কয়েকদিন আগে মন্দির খোলার সময়ের নিয়ম অনুযায়ী, গর্ভগৃহের বাইরে রাখা জায়গায় মন্দিরে আগম দর্শনার্থীরা জল-দুধ-বেলপাতা ঢেকে পুজো করতে পারবেন।
গোটা রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি প্রবলভাবে বেড়ে যাওয়ার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। গত ৯ মে দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ করা হলেও জারি ছিল মন্দিরের নিত্যপুজোর যাবতীয় কাজ। তবে সংক্রমণের রাশ কমায় গত ৩ জুন থেকে ভক্তদের খুলেছিল মন্দির প্রাঙ্গন। প্রাথমিকভাবে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মন্দির খোলা থাকত। গতকাল পর্যন্তও সেই নিয়মই বহাল ছিল। কিন্তু করোনা নিম্নমুখী সংক্রমণের কথা মাথায় রেখে এবার মন্দির খোলা রাখাল সময়সীমা বাড়ানো হল।
মন্দিরে আগত দর্শনার্থীরা সময়সীমা বাড়ানোর জেরে স্বভাবতই খুশি। তাদের অনেকেরই মতে, মন্দির খোলা রাখার সময় বেড়ে যাওয়ায় একসঙ্গে অনেকের ভিড় হবে না। আর তার জেরে করোনা বিধি নিয়ম অনুযায়ী পালন করে পুজোর কাজও করা যাবে। তবে রাজ্যজুড়ে এখনও জারি রয়েছে বিধি নিষেধ। যার ফলে বন্ধ রয়েছে গণ পরিবহন। তাই বাস-ট্রেনের মতো যানবাহন বন্ধ থাকায় এমনিতেই মাঝে খুব একটা বেশি ভিড় হচ্ছে না তারকেশ্বর মন্দির প্রাঙ্গনে।