শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব। হাসপাতাল কর্মীদের সঙ্গে মৃত শিশুর পরিবারের সদস্যদের হাতাহাতি। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে দাবি, চিকিত্‍সায় কোনও গাফিলতি হয়নি।


ফের হাসপাতালে ধুন্ধুমার। চিকিত্সায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে ভাঙচুর। কর্তব্যরত নার্সদের হেনস্থার অভিযোগ। হাসপাতাল কর্মীদের সঙ্গে হাতাহাতি মৃত শিশুর পরিবারের আত্মীয়দের। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে।


পুলিশ সূত্রে খবর, দিনহাটা ১ নম্বর ব্লকের বাসিন্দা লীনা বিবি গত শনিবার হাসাপাতেল ভর্তি হন। গত রবিবার তিনি পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে দাবি, শ্বাসকষ্ট শুরু হওয়ায় সোমবার সদ্যোজাতকে ভর্তি করা হয় SNCU বিভাগে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এরপরই চিকিত্‍সার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে সরব হয় মৃত শিশুর পরিবার। 


মৃত শিশুর মা লীনা বিবি জানাচ্ছেন, বাচ্চা সুস্থ ছিল। দুদিন পরই সিস্টার ওকে নিয়ে গেল। আমি গিয়ে দেখে আসতাম। মৃত শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালায়, কর্তব্যরত নার্সদের নিগ্রহ করে বলে অভিযোগ। সেই সময় হাসপাতাল কর্মীরাও চড়াও হন শিশুর পরিবারের ওপর। চলে মারধর। 


যদিও হাসপাতাল সূত্রে দাবি, শিশুর জন্মের পরই শ্বাসকষ্ট শুরু হয়। চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি। কোনও গাফিলতি হয়নি চিকিত্‍সায়। ঘটনার পরই লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় দিনহাটা থানায়। পুলিশ শিশুর পরিবারের ১ জনকে গ্রেফতার করেছে।