বরাহনগরের বহুতলে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ
ABP Ananda, Web Desk | 12 Jun 2018 08:28 AM (IST)
বরাহনগর: বরাহনগর থানার রায়মোহন ব্যানার্জি লেনের বহুতলে রহস্যজনক পরিস্থিতিতে এক গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর স্বামীকে আটক করা হয়েছে। গতকাল সন্ধেয় ওই বহুতলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূ দীপা দাসের ঝুলন্ত দেহ। দীপার পরিবারের দাবি, প্রায় প্রতিদিনই স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন স্বামী চন্দন ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, গতকাল খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।