শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মাকে ‘ধর্ষণ’, ফেরার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2017 07:25 PM (IST)
পশ্চিম মেদিনীপুর: ২ বছরের শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মা-কে ধর্ষণ।কাউকে জানালে মা-মেয়েকে খুনের হুমকি।১৫ দিনের মধ্যে ফের একইভাবে ধর্ষণের চেষ্টা।ভয়াবহ এই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর টাউন থানার ইন্দা গোয়ালাপাড়ায়। অভিযোগকারিণীর দাবি, দিন ১৫ আগে তিনি বাড়িতে একা ছিলেন। গভীর রাতে আতিস গোপ নামে এক প্রতিবেশী যুবক জোর করে তাঁর বাড়িতে ঢোকে। দু’বছরের কাউকে জানালে মা ও মেয়ে দু’জনকেই প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় আতিস। ভয়ের চোটে ওই মহিলা কাউকে কিছু জানাতে পারেননি। তাঁর দাবি, বুধবার রাতে আতিস গোপ নামে ওই যুবক ফের তাঁর বাড়িতে আসে। ফের একইভাবে ওই মহিলাকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তখন গৃহবধূ প্রাণপণে চিৎকার করে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত যুবক সেখান থেকে পালায় বলে অভিযোগ। এই ঘটনায় খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্ত আতিস গোপ এখনও পলাতক। পুলিশ সূত্রে দাবি, তার বিরুদ্ধে আগেও অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।