পশ্চিম বর্ধমান: মহিলাকে ‘গণধর্ষণ’ প্রতিবেশী তিন যুবকের। অসুস্থ অবস্থায় দু’দিন বাড়িতেই পড়ে মহিলা।শেষমেশ খবর পেয়ে মহিলাকে উদ্ধার করে পুলিশ।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার চনচনি এলাকায়। অভিযোগকারিণীর দাবি, স্বামী কর্মসূত্রে গুজরাতে থাকায়, বাড়িতে তিনি একা। সেই সুযোগে বুধবার তিন যুবক বাড়িতে ঢুকে তাঁকে গণধর্ষণ করে। প্রতিবেশীরা তাঁকে দেখলেও কেউ পুলিশে খবর দেননি। দু’দিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে ছিলেন নির্যাতিতা। শেষমেশ শুক্রবার পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে। তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।