হাওড়া: হাওড়ার শিবপুরে খালি হাতে দুই দুষ্কৃতীকে রুখলেন দুই গৃহবধূ। মহিলাদের বাধা পেয়ে আগ্নেয়াস্ত্র ফেলেই চম্পট দিল দুষ্কৃতীরা।
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির! রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে এরই প্রমাণ দিলেন হাওড়ার শিবপুরের দুই গৃহবধূ! মাঝবয়সী নীতু ও রিঙ্কি’র সাহসিকতায় ডাকাতি তো দূর, আগ্নেয়াস্ত্র ফেলেই চম্পট দিল দুষ্কৃতীরা।
শিবপুর থানা থেকে বড়জোর ৩ মিনিট দূরত্বে উপেন্দ্রকিশোর রায় লেনের এই ফ্ল্যাটেই মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটে। দুই মহিলার দাবি, সোয়া ৭টা নাগাদ কলিং বেল শুনে দরজা খুলতে যান নীতু সিংহ।
দরজা খুলতেই, জোর করে ঘরে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। দু’জনের মুখেই কালো কাপড় বাধা। একজনের হাতে একটি রিভলবার। কিছু বুঝে ওঠার আগেই দুই দুষ্কৃতী ঢুকে পড়ে ফ্ল্যাটের ড্রয়িং রুমে। তাদের উদ্দেশ্য বুঝতে পেরে চকিতে এক দুষ্কৃতীকে ধরার চেষ্টা করেন রিঙ্কি। আচমকা প্রতিরোধের মুখে পড়ে রিঙ্কিকে ধাক্কা মেরে ফেলে পালায় ওই দুষ্কৃতী।
রিঙ্কির রণাঙ্গিনী মূর্তি দেখে সাহস বেড়ে যায় নীতুরও। যে দুষ্কৃতীর হাতে রিভলবার ছিল, তার উপর ঝাঁপিয়ে পড়েন নীতু। দুষ্কৃতী নীতুর বা-হাতে রিভলবারের বাট দিয়ে আঘাত করে। গুলি চালানোর ভয় দেখায়।
রিভলবারের মুখে পড়েও, দমে যাননি নীতু। দুষ্কৃতীকে পাল্টা ধাক্কা মারেন তিনি। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় ওই দুষ্কৃতী। হাত থেকে পড়ে যায় রিভলবারটি। এরপরই নীতুতে সাহায্য করতে এগিয়ে আসেন রিঙ্কি। ভয় রিভলবার ফেলে রেখে পালায় দ্বিতীয় দুষ্কৃতী। পরে শিবপুর থানার পুলিশ রিভলবারটি উদ্ধার করে।
হাওড়া: ঝাঁপিয়ে পড়লেন ২ সাহসী গৃহবধূ, আগ্নেয়াস্ত্র ফেলেই চম্পট দিল ডাকাতরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2017 09:44 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -