হাওড়া: ফের মারণ সেলফি!
বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু ৩ বন্ধুর। বৃহস্পতিবার সন্ধে ৬.৪০ নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হাওড়া-ব্যান্ডেল লোকালে করে বেলুড়ের দিকে যাচ্ছিলেন ৫ বন্ধু। মত্ত অবস্থায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে ৫ বন্ধু সেলফি তুলছিলেন। লিলুয়া স্টেশন ছাড়ার পর হাত ফসকে মোবাইল ফোনটি পড়ে গেলে তো তোলার জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন এক যুবক। ট্রেনটি বেলুড় স্টেশনে ঢুকলে বাকিরা বন্ধুর খোঁজে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে ছুটতে শুরু করেন। সেই সময় সামনে থেকে আসা হাওড়া-গোঘাট লোকালের ধাক্কায় মৃত্যু হয় তিনজনের। আহত ২ যুবককে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের পরিচয় জানা যায়নি।
এই ঘটনা উসকে দিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের ১৪ জানুয়ারির মর্মান্তিক এক ঘটনার স্মৃতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসা ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেদিন মৃত্যু হয় চন্দ্রকোণার কলেজের ছাত্রের দেবাঞ্জন রায়ের।
লাইক, কমেন্ট, শেয়ারের নেশাতেই কি শেষ হয়ে গেল আরও তিনটি তাজা প্রাণ? ফের উঠল প্রশ্নটা।