সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশন থেকে স্টেশন থেকে নগদ টাকা সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বুধবার হাওড়া স্টেশন থেকে ২৫ লক্ষ নগদ টাকা সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গতকাল হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ঢুকেছিল ডাউন হিমগিরি এক্সপ্রেস। সেই এক্সপ্রেস ট্রেনেই এক যাত্রীর কাঁধে ছিল কালো ব্যাগপ্যাক। ট্রেন থেকে নেমেই দ্রুত সেই ব্যক্তি স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই স্টেশনের কর্তব্যরত আরপিএফ জাওয়ানদের তাঁকে দেখে সন্দেহ হয়। সেই ব্যক্তি দ্রুত তিন নম্বর গেট দিয়ে স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। এরপরই সেই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সেই ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপরই সেই ব্যক্তির ব্যাগ থেকে নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই ব্যক্তির সঙ্গে আর কারও যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও কিছুদিন আগে হাওড়া স্টেশন থেকে এভাবে মোটা অঙ্কের নগদ অর্থ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তির নাম রাজেন্দ্র শর্মা। তার বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। পুলিশি জেরায় সেই ব্যক্তি জানান, তিনি ওই শহরের একটি নামি সোনার দোকানের কর্মী। সেই ব্যক্তি আরও জানিয়েছেন, দোকানের মালিক তাঁকে কলকাতার বি বি গাঙ্গুলী স্ট্রিটের দুটি দোকান থেকে নগদে সোনা কেনার জন্য ওই টাকা দিয়েছিল। কিন্তু তাতেও সেই ব্যক্তির বক্তব্য ধোপে টেকেনি। কারণ এরপর পুলিশ কাগজপত্র দেখতে চায় সেই ব্যক্তির কাছ থেকে। কিন্তু সেই ব্যক্তি জিএসটি ও আয়কর সংক্রান্ত কোনও কাগজপত্র পুলিশকে দেখাতে পারেননি। এরপরই সেই ব্যক্তিকে আটক করে আরপিএফ। পরে আয়কর বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়েই আয়কর দফতরের কর্মী ও অফিসাররা দ্রুত হাওড়া স্টেশনে ছুটে আসেন। তাদের হাতে টাকা ও অভিযুক্ত সেই ব্যক্তিকে তুলে দেন আরপিএফ অফিসাররা। অভিযুক্ত ব্যক্তি আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন।