জলপাইগুড়ি: হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে কালীপুজোর রাতে জলপাইগুড়ি জেলাজুড়ে দেদার ফাটল শব্দবাজি। অভিযান চালিয়ে আরও এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বাজি। পুরুলিয়ার বরাবাজারে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৩ লক্ষ টাকার বাজি।
করোনা আবহে সমস্তরকম বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, সেই নির্দেশ অমান্য করেই দীপাবলির রাতে জেলায় জেলায় শব্দদানবের তাণ্ডব!
পুলিশি অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বাজি! বাজি বিক্রি বন্ধ করতে রবিবার সকালেও ধূপগুড়ি বাজার-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত হয়। গ্রেফতার ১।
জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ যাদব বলেছেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে সচেতন করতে, যেখানে বাজি ফাটছে সেখানেই পুলিশ ছুটে যাচ্ছে। সচেতন করার চেষ্টা চলছে। ২ জন গ্রেফতার , প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।’
পুরুলিয়ার বরাবাজারে বেআইনিভাবে বাজি মজুতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত ৩ লক্ষ টাকার বাজি।
পুরুলিয়ার মানবাজারের এসডিপিও আফজল আব্রু বলেছেন, ‘আমাদের দুর্গাপুজোর আগে থেকেই করোনা নিয়ে নির্দেশ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেওয়া হয়, ৩ লক্ষ বাজি বাজেয়াপ্ত। ২ জনকে গ্রেফতার করা হয়েছে।’
আদালতের নির্দেশের পর বাজি রুখতে পথে নেমেছিল পুলিশ। তা সত্ত্বেও এত পরিমাণ বাজি মজুত হল কী করে? প্রশ্ন উঠছেই।
২ জেলায় অভিযান চালিয়ে প্রচুর বাজি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2020 08:25 AM (IST)
আদালতের নির্দেশের পর বাজি রুখতে পথে নেমেছিল পুলিশ। তা সত্ত্বেও এত পরিমাণ বাজি মজুত হল কী করে? প্রশ্ন উঠছেই।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -