কোচবিহার: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বিষ মেশানো চা খাইয়ে খুনের অভিযোগ। কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা।
মৃত গৃহবধূর পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীয়ের চায়ের পেয়ালায় বিষ মিশিয়ে দিয়েছিলেন স্বামী। মৃতার ভাই সন্তোষ বর্মনের দাবি, দিদি ফোন করে বলেছিল, আমার চায়ের পেয়ালায় বিষ মিশিয়ে দিয়েছে।
৭ বছর আগে কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা রঞ্জিৎ রায় বসুনিয়ার সঙ্গে বিয়ে হয় ছায়া বর্মনের। ২ সন্তান রয়েছে তাঁদের।
গৃহবধূর পরিবারের দাবি, সম্প্রতি, ছায়া জানতে পারেন, তাঁর স্বামী গ্রামেরই এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তারই প্রতিবাদ করায় ছায়াকে বিষ খাওয়ানো হয় বলে অভিযোগ বাপের বাড়ির।
স্বামীর সঙ্গে ক’দিন ধরেই অশান্তি চলছিল স্ত্রীর। কিন্তু, দাম্পত্য কলহ ভেবে মাথা গলাননি পরিবারের সদস্যরা। কিন্তু, সেই অশান্তির যে এমন প্রাণঘাতী পরিণতি হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।
শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় গৃহবধূকে। কিন্তু, শেষরক্ষা হয়নি। সন্তোষ বর্মন বলেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেটা মেনে নিতে পারেনি দিদি।
সব অভিযোগই অস্বীকার করেছেন মৃতের স্বামী রঞ্জিত রায় বসুনিয়ার। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। সবপক্ষের দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বিবাহ বহির্ভূত সম্পর্ক? স্ত্রীকে ‘বিষ মেশানো চা খাইয়ে খুন’ স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2017 07:07 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -