মালদা ও কলকাতা: রাজস্থানে খুন হওয়া বাঙালি আফরাজুল খানের বাড়িতে তৃণমূল সাংসদ এবং মন্ত্রীরা। আজ সকালে মালদার কালিয়াচক থানা এলাকার সৈয়দপুরের বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সৌগত রায় এবং শুভেন্দু অধিকারীরা। পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। গতকালই পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজ সকালে নিহতের বাড়িতে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।
প্রদেশ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও আজ আফরাজুলের বাড়িতে যাবেন।
রাজস্থানে ওই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ শহরে মিছিল করবে কংগ্রেস ও বামদলগুলি।
রাজস্থানে খুন আফরাজুলের বাড়িতে তৃণমূল সাংসদ ও মন্ত্রীরা, দেওয়া হল আর্থিক সাহায্যের চেক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2017 12:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -