পশ্চিম মেদিনীপুর : ২৮ বছরের মৌসুমী প্রায়শই বাড়িতে ফোন করে কান্নাকাটি করত। বলত, স্বামীর অত্যাচার আর সহ্য করতে পারছে না। মা-বাবা বলেছিলেন, স্বামীর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে। সেই সমস্যা আর মেটেনি। বৃহস্পতিবার ফের ফোন আসে বাড়িতে। তবে মেয়ের গলা আর শুনতে পাননি মা-বাবা। শোনেন মেয়ের মৃত্যু সংবাদ। বলা হয়, মৌসুমী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও, মৌসুমীর পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
আট বছর আগে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুব্রত ঘোষের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। তাঁর পরিবারের দাবি, সুব্রতর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
সেকথা জেনে যাওয়ায় মৌসুমীর ওপর অকথ্য অত্যাচার শুরু করেন তাঁর স্বামী।
সাত বছরের ছেলের সামনেও মৌসুমীকে মারধর করা হত বলে অভিযোগ।
পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই মৌসুমীকে খুন করেছেন তাঁর স্বামী। সবং থানাতেও এই মর্মে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।


মৃতার স্বামী, অভিযুক্ত সুব্রত ঘোষ এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাই পুলিশ এখনও তাঁকে গ্রেফতার করেনি।