সমীরণ পাল, নিমতা: মনুয়াকাণ্ডের ছায়া এবার নিমতায়। স্ত্রীর প্রণয়ের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় খুন হতে হয় অনুপমকে। যাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল নিমতায়।


প্রতাপগড়ের বাসিন্দা লক্ষ্মণ বিশ্বাস কর্মসূত্রে অষ্ট্রেলিয়ায় থাকেন। আর স্বামীর অবর্তমানে তাঁর স্ত্রী একাধিক প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। দূর দেশে থেকেও স্ত্রীর আচার আচরণে সন্দেহ হওয়ায় দেশে ফিরে আসেন লক্ষ্মণ। এরপর স্ত্রীর বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের কথা জানতে পারেন তিনি। গতকাল স্ত্রীর সাথে এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন লক্ষ্মণবাবু। স্ত্রী তাঁর প্রেমিকদের ডেকে এনে স্বামীকে মারধর করে বলে অভিযোগ।


শুধু তাই নয়, শ্বাসরোধ করে স্বামীকে খুনের চেষ্টাও করেন স্ত্রী! এমনকি শাশুড়িকেও রেয়াত করেনি ছেলের বউ। মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়াতে রাধুনীর কাজ করেন নিমতা নিবাসী লক্ষ্মণ বিশ্বাস। ১০ বছর আগে তাঁর সঙ্গে বিয়ে হয় উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা মণীষার। লক্ষ্মণ ও মণীষার একটি সন্তানও রয়েছে। এই ঘটনায় নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ।