নদিয়া: ফের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। বারাসত ও হাওড়াকাণ্ডের ছায়া এবার, নদিয়ার হাঁসখালিতে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতে হাঁসখালির তারকনগরে শ্বশুরবাড়ি থেকে রতন বিশ্বাস নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশের কাছে মৃত্যুসংবাদ পান রতন বিশ্বাসের পরিবারের সদস্যরা। বেলার দিকে তাঁরা পৌঁছন তারকনগরে, রতনের শ্বশুরবাড়িতে। যদিও, বাড়ি ছিল তালাবন্ধ।
মৃতের পরিবারের অভিযোগ, কর্মসূত্রে রতন বিশ্বাস সৌদি আরবে থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী স্বপ্না বিশ্বাস। তা জানতে পেরে যাওয়ায় রতনকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে রতনের স্ত্রী স্বপ্না-সহ বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ মৃতের পরিবারের।
নিহতের বোনের দাবি, বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাদা জানতে পেরেছিল। সেই কারণেই খুন। মৃতের পরিবারের আরও দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে গত ১ বছর ধরে বাপের বাড়িতে থাকছিলেন রতনের স্ত্রী স্বপ্না। মাসচারেক আগে দেশে ফেরেন রতন। তিনিও থাকতে শুরু করেন শ্বশুরবাড়িতে। সেখানেই তিনি স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন বলে দাবি মৃতের পরিবারের।
রতন বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মৃতের শ্বশুরবাড়িতে। যদিও, সেখানে কাউকেই পাওয়া যায়নি।
এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক! শ্বশুরবাড়িতে স্বামীর রহস্যমৃত্যু, আটক স্ত্রী সহ ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 May 2017 07:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -