ধানতলা: নদিয়ার ধানতলার স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্ত স্বামী।
এবার পারিবারিক কলহের জেরে স্ত্রীর মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধেই। ঘটনা ঘিরে চাঞ্চল্য নদিয়ার ধানতলায়। মুখে, হাতে, পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি স্ত্রী।
বছর পাঁচেক আগে বঙ্কিমনগর কলোনির বাসিন্দা এই মহিলার বিয়ে হয় নদিয়ার তাহেরপুরে। তাঁর অভিযোগ,
বিয়ের পর থেকেই স্বামী তাঁর ওপর অত্যাচার শুরু করেন। প্রায় রোজই মত্ত অবস্থায় বাড়িতে এসে চলত মারধর। তাই তিন বছর আগে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বঙ্কিমনগর কলোনিতে বাপের বাড়িতে চলে আসেন। তারপর থেকে তিনি বাপের বাড়িতেই থাকছিলেন।
অভিযোগ, রবিবার রাতে ওই মহিলার স্বামী এখানে আসেন। স্ত্রী তখন বাপের বাড়িতে একা।
তাঁকে ওই ব্যক্তি জোর করে ফিরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু, মহিলা রাজি হননি। বাদানুবাদের মাঝেই ওই ব্যক্তি হঠাৎ পকেট থেকে অ্যাসিড বার করে স্ত্রীর দিকে ছোড়েন।
ঠিক তখনই বাড়িতে আসেন ওই মহিলার মা। মেয়ের অবস্থা দেখে তিনি চিৎকার করে পড়শীদের ডাকেন। তাঁর দাবি, তখনই জামাই তাঁকে ঠেলে ফেলে সেখান থেকে পালায়।
গুরুতর আহত অবস্থায় অ্যাসিড-আক্রান্ত মহিলাকে রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখের বাঁদিকে, হাতে ও পায়ের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। ধানতলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত স্বামী এখনও পলাতক।
পারিবারিক কলহের জের, নদিয়ায় স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2016 03:43 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -