নয়াদিল্লি ও কলকাতা: মাধ্যমিকের মতো আইসিএসই-তেও জেলার জয়। দেশের মধ্যে দ্বিতীয়, রাজ্যের সেরা বারাসতের অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী দেবশ্রী পাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রাজ্যের ১৩ জনের মধ্যে ১০ জনই জেলার। আইএসসি-তে কলকাতার জয়-জয়কার। প্রথম হেরিটেজের অনন্যা মাইতি। দ্বিতীয় সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের লাখোটয়া, তৃতীয় স্থানে একই স্কুলের অনন্ত কোঠারি ও সৌগত চৌধুরী। দুই বোর্ডেই ছেলেদের টেক্কা মেয়েদের।
এতদিন জেলার যে জয়জয়কার শোনা যেত শুধু মাধ্যমিকে, এবার সেই ছবি আইসিএসই-র ফলাফলে। রাজ্যের মধ্যে সেরা এবং দেশের মধ্যে দ্বিতীয় উত্তর ২৪ পরগনার বারাসতের মেয়ে। বারাসতের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী দেবশ্রী পাল। ৫০০ মধ্যে যার প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসেবে ৯৯.২০।
শুধু তাই নয়, রাজ্যের দ্বিতীয় স্থানে যে ৫ পড়ুয়া, তাদের মধ্যে ৪ জনই তিন জেলার। বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলি। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৪ পেয়েছে উত্তর ২৪ পরগনার জোকার বিবেকানন্দ মিশন স্কুলের অভিরূপ সরকার, বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের সুক্রিয় চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অঙ্কুর রায়চৌধুরী, হুগলির ডানকুনির মেথডিস্ট স্কুলের রিচিক দাস এবং দ্য হেরিটেজ স্কুলের আরাত্রিকা পাল। প্রত্যেকেই পেয়েছে ৯৮.৮ শতাংশ নম্বর।
রাজ্যের তৃতীয় স্থানে রয়েছে ৮ জন পড়ুয়া। তাদের মধ্যে ৬ জনই জেলার। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৩ নম্বর পেয়ে ওই তালিকায় রয়েছে পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের সানিধ্য সিংহ, উত্তর ২৪ পরগনার জোকার বিবেকানন্দ মিশন স্কুলের দেবদূত মণ্ডল ও সোহম বসু, বীরভূমের সেন্ট টেরিজা স্কুলের তিয়াস সাহু, বারুইপুর হোলি ক্রশ স্কুলের শৌনক মণ্ডল, ব্যাণ্ডেল ডন বস্কো স্কুলের আশুতোষ কুমার সিংহ, সেন্ট জোসেফ স্কুল, চন্দননগরের শ্রীপর্ণা মুস্তাফি এবং ক্যালকাটা গার্লস হাইস্কুলের শ্রেয়া রায়।
আইসিএসই-তে সারা দেশে পাশের হার ৯৭.২৩ শতাংশ। মেয়েরা ভাল ফল করেছে ছেলেদের তুলনায়। রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৭৮১ জন। রাজ্যের পাশের ৯৭.৯৬ শতাংশ। এবার মাধ্যমিকে সেরা বাঁকুড়ার মেয়ে অন্বেষা পাইন। সার্বিক সাফল্য সেরা পূর্ব মেদিনীপুর। প্রথম ১০-এ ৬১ জনই জেলার, কলকাতার মাত্র ৭জন। এই প্রেক্ষিতে এবার আইসিএসই-তেও কলকাতাকে টক্কর দিচ্ছে জেলা।
দিল্লি বোর্ডের দশম শ্রণি অর্থাৎ আইসিএসই-তে জেলার দাপট থাকলেও, দ্বাদশ শ্রেণি অর্থাৎ আইএসসি-তে দাপট কলকাতার। আইএসসি দ্বাদশে দেশের সেরা কলকাতার অনন্যা মাইতি। দ্য হেরিটেজ স্কুলের এই ছাত্রী ৪০০-র মধ্যে পেয়েছেন ৩৯৮। শতাংশের বিচারে ৯৯.৫।
শুধু প্রথম স্থান নয়, দেশের মধ্যে প্রথম তিনটি স্থানই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলজিয়েট স্কুলের দখলে। ৩৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দেবেশ লাখোটিয়া। তিনি পেয়েছেন ৯৯.২৫% নম্বর। ৩৯৬(৯৯%) নম্বর পেয়ে তৃতীয় স্থানে অনন্ত কোঠারি এবং সৌগত চৌধুরী। সৌগত আইসিএসই-তে প্রথম হন। এবার তৃতীয়।
আইএসসি-তে পাশের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। প্রথম তিনটি স্থানে রয়েছেন ১০ জন পড়ুয়া। রাজ্যের ক্ষেত্রে আইএসসি-তে পাশের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ। আইসিএসই ও আইএসসি- দু’টি পরীক্ষাতেই সর্বিক ফলে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। এবার মাধ্যমিকের প্রথম স্থান বাঁকুড়ার ছাত্রীর দখলে, সিবিএসই-দ্বাদশের প্রথম তিনটি স্থানে তিন ছাত্রী। আইসিএসই-তে রাজ্যের শীর্ষে এক ছাত্রী। আইএসসি-তেও এগিয়ে মেয়েরা। দেশের সেরা কলকাতার মেয়ে।


কাউন্সিল সূত্রে খবর, সংস্থার সাইট থেকে প্রিন্সিপালের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবে স্কুলগুলি। পাশাপাশি, পরীক্ষার্থীরাও www.cisce.org সাইট থেকে জানতে পারবেন ফল। ফল জানা যাবে এসএমএস করেও। মোবাইল ফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ICSE বা ISC স্পেস দিয়ে লিখতে হবে ৭ অঙ্কের ইউনিক আইডি। পাঠাতে হবে 09248082883 নম্বরে।