উত্তর ২৪ পরগনা: পরিকল্পনা ছিল, তপসিয়া রোড থেকে সরিয়ে অশোকনগরে নিয়ে যাওয়া হবে অস্ত্র কারখানা! কিন্তু পুলিশি তৎপরতায় ভেস্তে গেল অস্ত্র কারবারিদের সেই চেষ্টা! বমাল ধরা পড়ল অভিযুক্তরা!
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে, শনিবার রাতে অশোকনগরের একটি জায়গায় অস্ত্র কারখানা স্থানান্তর করা হতে পারে! সেই মতো মাটিয়াগাছায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।
উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ৪টি লেদ মেশিন, ২টি ড্রিল মেশিন এবং একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত হয় ২টি মিনিডোর। অভিযানের সময়ই ওই বাড়ির বাসিন্দা এক মহিলা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান। ধরা পড়ে দশ জন।
পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি বিহার ও উত্তরপ্রদেশ। ৮ জন অস্ত্র তৈরি করত। বাকি ২ জন মিনিডোরের চালক। জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ!
ধৃতরা জানিয়েছে, এতদিন, তপসিয়া রোডে একটি লেদ কারখানার আড়ালে রমরমিয়ে অস্ত্র তৈরির কাজ চলছিল।
কিন্তু বৃহস্পতিবার রাতে, তিলজলার, ১৬ ডি, সি এন রায় রোডের একটি আবাসনে আচমকা অভিযান চালায় পুলিশ। উদ্ধার ৮টি অত্যাধুনিক পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ধরা পড়ে চার জন। এই ঘটনার জেরে সতর্ক হয়ে যায় অস্ত্র কারবারিরা!
শনিবার রাতে, তপসিয়া রোড থেকে অশোকনগরে এক আত্মীয়ের বাড়িতে অস্ত্র কারখানা সরানোর ছক কষে মালিক। পরিকল্পনামতো সব মালপত্রও পৌঁছে যায় সেখানে। কিন্তু তারপরই সেখানে হানা দেয় পুলিশ!
সূত্রের খবর, অশোকনগরের পাশাপাশি নদিয়ায় আরেকটি অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের কাছ থেকে পাওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে অস্ত্র কারখানা মালিকের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।