উত্তর ২৪ পরগনা: কখনও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, রবীন্দ্রনগর তো কখনও নদিয়ার গয়েশপুর। কখনও হুগলির ভদ্রেশ্বর তো আবার কখনও হাওড়ার টিকিয়াপাড়া। আর এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর। কলকাতার কাছে ফের অস্ত্র কারখানার হদিশ! উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, ড্রিল ও লেদ মেশিন। গ্রেফতার ২।
পুলিশের অনুমান, অস্থায়ী এই কারখানা তৈরির নেপথ্যে দুষ্কৃতীদের দু’টি উদ্দেশ্য ছিল। প্রথমত, আম বাগানের মধ্যে ত্রিপল টাঙিয়ে কাজ চালানো হলে পুলিশের নজর সেভাবে পড়বে না। দ্বিতীয়ত, আবার পুলিশ হানা দিলে দ্রুত সব গুটিয়ে পালানোও যাবে।
কিন্তু, শেষপর্যন্ত কোনওটাই হয়নি। মঙ্গলবার ৯টি আগ্নেয়াস্ত্র সমেত শ্রীদাম মজুমদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার স্পেশাল অপারেশন গ্রুপ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর ২৪ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে হানা দেয়। সেখানেই উদ্ধার হয় অস্ত্র কারখানা। তবে কারখানা অস্থায়ী হলেও, উদ্ধার হওয়া সামগ্রী দেখলে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়! একাধিক আগ্নেয়াস্ত্র, ড্রিল মেশিন, লেদ মেশিন।
মানিক ঘোষ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। এই অস্ত্রগুলির বরাত কে দিত? কোথায় পাঠানো হত অস্ত্র? অস্ত্র তৈরির কাঁচামাল কোথা থেকে আসত? এগুলিই খতিয়ে দেখছে পুলিশ।
এর আগেও এই অশোকনগরেই উদ্ধার হয়েছিল অস্ত্রভাণ্ডার। তারপরও যে দুষ্কৃতীদের মনে ভয় ঢোকেনি, তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রের বিষয়ে তথ্য আদায় করতে চাইছে পুলিশ।