বারুইপুর: ডাউন ডায়মন্ডহারবার লোকালে অ্যাসিড হামলার শিকার হলেন এক মহিলা যাত্রী। আর এক মহিলা জখম হয়েছেন এতে।


গতকাল রাত ১০টা নাগাদ ডাউন ডায়মন্ডহারবার লোকাল বারুইপুর স্টেশন ছাড়ার পর, মহিলা কামরায় উঠে ওই মহিলাকে লক্ষ্য করে এক দুষ্কৃতী অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। গুরুতর জখম হন ২৩ বছরের ওই গৃহবধূ ও এক সহযাত্রী। এরপর চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। আহত দুই মহিলাকে প্রথমে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এমআর বাঙুর হাসপাতালে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বারুইপুর জিআরপি।

কিন্তু কেন এভাবে চলন্ত ট্রেনে মহিলার ওপর অ্যাসিড হামলা? শোনা যাচ্ছে, এতেও রয়েছে প্রোমোটার যোগ।  আক্রান্ত গৃহবধূর বাবার কল্যাণপুরে একটি জমি রয়েছে। অভিযোগ, ওই জমিতে মাটি ফেলা নিয়ে এক প্রোমোটারের সঙ্গে তাঁর কয়েক বছর ধরে বিবাদ চলছে। পরিবারটিকে এর আগে হুমকিও দেওয়া হয়। কালীপুজোর আগে বাড়িতে বোমাবাজিও হয় বলে অভিযোগ। মাসতিনেক আগে ওই প্রোমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত তরুণীর বাবা। সেই বিবাদের জেরেই চলন্ত ট্রেনে তাঁর মেয়ের উপর অ্যাসিড হামলা চালানো হয় বলে তাঁর অভিযোগ।