বজবজ: রোজগারের জন্য চাপ, দেখতে সুশ্রী না হওয়ার অজুহাতে গঞ্জনার অভিযোগ। বজবজের চড়িয়ালে গৃহবধূর রহস্যমৃত্যু। খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গ্রেফতার স্বামী, আটক এক।

মৃতের নাম জয়ন্তী ডাল। পরিবার সূত্রে খবর, দেড় বছর আগে চড়িয়ালের বাসিন্দা বুদ্ধদেব পাঁজার সঙ্গে তাঁর বিয়ে হয়।

মৃতের আত্মীয়দের অভিযোগ, সুশ্রী না হওয়ায় বিয়ের পর থেকেই জয়ন্তীকে গঞ্জনা দেওয়া হত। পাশাপাশি, স্নাতকোত্তর উত্তীর্ণ জয়ন্তীকে চাকরির জন্য চাপও দেওয়া হত।

পরিবারের আরও অভিযোগ, সম্প্রতি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারায় জয়ন্তীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, হুগলির উত্তরপাড়ার পারমিতা বক্সীর কথা। চাকরি ছেড়ে স্বামীর কাছে থাকতে চেয়েছিলেন ২৯ বছরের পারমিতা। অভিযোগ, শ্বশুরবাড়ির আপত্তিতে তা সম্ভব হয়নি। সেই মানসিক চাপেই আত্মঘাতী হন ওই বধূ।

শ্বশুরবাড়ির কথা না শোনায় বধূকে খুনের অভিযোগ বজবজে। স্বামী সহ তিনজনের নামে এফআইআর। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে আরও একজনকে।