ঘুটিয়ারি শরিফ: দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের এক নয়ানজুলিতে গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল ২ জনের দেহ।

ঘটনাটি ঘটেছে স্থানীয় পথের দাবি এলাকায়। আজ সকালে স্থানীয় মানুষ রাস্তার ধারে নয়ানজুলিতে লাল রঙের গাড়িটি পড়ে থাকতে দেখেন। খবর যায় জীবনতলা থানায়।

জানা গিয়েছে, মৃতদের নাম মহাদেব দে ও গৌতম হালদার। মহাদেব দে গাড়ি সারানোর কাজ করেন। গৌতম ছিলেন টোটো চালক। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নয়ানজুলিতে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। তবে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখছে তারা।