মাতাল হয়ে রোজ মারতেন স্বামী, সইতে না পেরে স্ত্রী পিটিয়ে মারলেন তাঁকে
ABP Ananda, Web Desk | 07 Jun 2018 08:46 AM (IST)
খড়গপুর: মাতাল হয়ে গেলে নিজের ওপর নিয়ন্ত্রণ থাকত না। অভিযোগ, বাড়ি ফিরে স্ত্রীকে রোজ মারধর করতেন স্বামী। সইতে না পেরে স্ত্রী গতকাল পাল্টা মারেন তাঁকে। তাতেই স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। খড়গপুর লোকাল থানার খাটরাঙার গোয়ালারা গ্রামে এই ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে অভিযুক্ত অণিমা ঘোষকে। জানা গিয়েছে, অণিমার স্বামী, মৃত রতন ঘোষ দুটি বিয়ে করেন। অণিমা তাঁর দ্বিতীয় স্ত্রী, বিয়ে হয় বছর দশেক আগে। দুই স্ত্রীই একসঙ্গে থাকতেন। অভিযোগ, রতন রোজই নেশা করে বাড়ি ফিরে অণিমাকে মারধর করতেন। গতকালও একই ঘটনা ঘটায় পাল্টা স্বামীকে গাছে বেঁধে চ্যালা কাঠ দিয়ে মারেন অণিমা। মারধরের জেরে রতনের মৃত্যু হয়। খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে।