১৮ বছরের বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ৩ দিন পর আজ সকালে পুরুলিয়ার বলরামপুরেই রহস্যজনক পরিস্থিতিতে উদ্ধার হয় স্থানীয় এক বিজেপি নেতার দেহ। মৃতের নাম দুলাল কুমার। হাইটেনশন তারের টাওয়ার থেকে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের মতে, পর পর এমন ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গিয়েছে। কাল ১২ ঘন্টার পুরুলিয়া বনধ ডেকেছে তারা।
বিজেপি সভাপতি অমিত শাহ ফের পুরুলিয়ায় দলীয় কর্মীর খুনের অভিযোগকে অস্ত্র করে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ বলে দাবি করেছেন। ট্যুইট করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের বলরামপুরে আরও এক বিজেপি কার্যকর্তা দুলাল কুমার খুন হয়েছেন জেনে খুবই খারাপ লাগছে। পশ্চিমবঙ্গে এমন ধারাবাহিক নৃশংসতা, হিংসা লজ্জাজনক, অমানবিক। রাজ্যে আইনশৃঙ্খলা বহাল রাখায় পুরোপুরি অসফল মমতা ব্যানার্জির সরকার। নিহতের পরিবারকে জানাই আমার গভীরতম শোক, সমবেদনা। অসংখ্য বিজেপি কার্যকর্তার সঙ্গে আমিও দুলাল কুমারের পরিবারের শোকে সমব্যথী। ওর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন ঈশ্বর।
দুলাল কুমারের বয়স ছিল বছর তিরিশ, তিনি স্থানীয় ডাভা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবার জানিয়েছে, গতকাল বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে সন্ধেয় বাড়ি ফেরেন দুলাল। রাতে ব্যক্তিগত কাজে বাইক নিয়ে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। রাতে ফোন করা হলে ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর রাতেই গ্রামের একটি পুকুরের ধার থেকে দুলালের বাইক উদ্ধার হয়। আজ ভোরে গ্রামের অদূরে হাইটেনশন তারের টাওয়ারে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।