কলকাতা: দুপুরেই আঁধার, রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি। ৪ জেলায় বাজ পড়ে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বাজ পড়ে শাশুড়ি-বৌমার মৃত্যু হয়েছে। আরামবাগ, নানুর, মঙ্গলকোটে বজ্রপাতের বলি আরও ৪।

কলকাতার বিভিন্ন অংশে এদিন সকাল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে জেলাতেও। কয়েক পশলা বৃষ্টিতে জলমগ্ন হুগলির কোন্নগর। হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী ৪৮ ঘন্টায় গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায়, বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি। পাশাপাশি, উত্তরবঙ্গেও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে। এদিকে, আগামী ২৪ ঘন্টায় উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা। তবে রাজ্যে কবে পা রাখবে, তা এখনও নিশ্চিত নয়।