রিষড়ায় বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা হেরে আত্মহত্যা ভাড়াটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2017 08:20 AM (IST)
NEXT
PREV
রিষড়া: বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদের জেরে জনৈক ইলেকট্রিসিয়ান আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ওই ইলেকট্রিসিয়ানের নাম অলোক ঘোষ, তিনি রিষড়ার ময়ূরপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। একটি ইলেকট্রিক্যাল জিনিসপত্রের দোকান ছিল তাঁর। দোকানের জমি বাড়ি যাঁর, তাঁর বিরুদ্ধে অলোকবাবুর মামলা চলছিল। মামলায় অলোকবাবু হেরে গিয়েছেন দাবি করে বাড়িওয়ালা নারায়ণ অধিকারী গতকাল দোকানের জিনিসপত্র রাস্তায় বের করে দেন বলে অভিযোগ। এরপর বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অলোক। সুইসাইড নোটে তিনি বাড়িওয়ালাকেই দায়ী করে যান। অলোকের স্ত্রীর দাবি, আদালত থেকে তাঁরা কোনও চিঠি পাননি। ফলে উচ্চতর আদালতে আবেদন করার সুযোগ না দিয়েই তাঁর স্বামীর ওপর মানসিক চাপ সৃষ্টি করেন বাড়িওয়ালা। ঘটনার পর এলাকাছাড়া অভিযুক্ত নারায়ণ অধিকারী। সুইসাইড নোটে নিজের দেহ দানের ইচ্ছেপ্রকাশ করেছেন অলোক ঘোষ।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -