শিলিগুড়ি: কেন রুটি বেলতে পারেননি পুলিশকর্মীরা? এই প্রশ্ন তুলে এক পুলিশকর্তা অধস্তন কর্মীদের বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। প্রতিবাদে অনশনে বসেছেন শিলিগুড়ির অম্বিকানগরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কর্মীরা।
গতকাল রাত ১০টা নাগাদ ব্যাটেলিয়নের রান্নাঘরে এসে রিজার্ভ ইন্সপেক্টর সৌরভ চক্রবর্তী মত্ত অবস্থায় সব পুলিশকর্মীকে মাঠে হাজিরা দিতে বলেন। অভিযোগ, র্যাফের কর্মীরা মাঠে গেলে তাঁরা কেন রুটি বেলতে পারেননি প্রশ্ন তুলে কোমরের বেল্ট খুলে তাঁদের মারধর করেন তিনি, সঙ্গে অকথ্য গালিগালাজ। এমনকী বন্দুকের বাঁট দিয়েও মারা হয় বলে অভিযোগ। মারধরের চোটে কারও নাক, কারও মাথা ফেটেছে। ৬ জন আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন র্যাফ কর্মীরা। প্রতিবাদে রাত থেকে অনশনে বসেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ডিউটির ক্ষেত্রে কোনও সময়সীমা মানা হয়না। ছুটি চাইলেও জোটে মারধর। গতকাল ঘটনাস্থলে এসেও ফিরে যান উচ্চপদস্থ কর্তারা।
রুটি বেলা পছন্দ হয়নি, শিলিগুড়িতে পুলিশকর্তার বেধড়ক মার অধস্তন কর্মীদের
ABP Ananda, Web Desk
Updated at:
16 Apr 2018 07:57 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -