খড়গপুর: ১৩ বছরের ছেলেকে দোকানে পাঠিয়েছিলেন বাবা। কিন্তু, তারপর সে আর ফিরে আসেনি। খুঁজতে গিয়ে ছেলের দগ্ধ দেহ মেলে প্রতিবেশী রিঙ্কু মুখির বাড়ির উঠোনে। অভিযোগ, রিঙ্কুকে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলাতেই ১৩ বছরের কিশোরকে পুড়িয়ে মারা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত মির্জাপুর গ্রামে।
মৃত কিশোরের বাবার অভিযোগ, তাঁর ছেলে পাশের বাড়ির বাসিন্দা রিঙ্কুকে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। এরপরই ওই যুবক দৌড়ে এসে ছেলেটিকে ধরে ফেলে। টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর হাত-মুখ বেঁধে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই যুবক।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রিঙ্কুর বাড়ির উঠোনে ওই কিশোরের দগ্ধ দেহ খুঁজে পান আত্মীয়রা। এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে রিঙ্কুকে আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গীর খোঁজে তল্লাশি চলছে।
প্রতিবেশী মহিলাকে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় খড়গপুরে কিশোরকে ‘পুড়িয়ে খুন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2018 03:27 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -