বাচ্চু দাস, নিউ জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বোমাতঙ্ক। স্টেশনে ঢোকার মুখে গোলাকার বস্তু ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিজপোজাল স্কোয়াড। সন্দেহজনক বস্তুতিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই বস্তুটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গতকাল বর্ধমানের বালিঘাটে পরিত্যক্ত রাইসমিল থেকে উদ্ধার হয় ড্রামভর্তি বোমা। খাগড়াগড় থেকে ২ কিলোমিটার দূরে বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিজপোজাল স্কোয়াড। কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। জেলায় জেলায় চলছে পুলিশি নাকা চেকিং। কোথাও নজরদারি চলছে স্নিফার ডগ নিয়ে। নিরাপত্তার বজ্র আঁটুনি সীমান্ত এলাকাতেও।
কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। দূরপাল্লার ট্রেন তো বটেই, স্টাফ স্পেশাল লোকাল ট্রেনগুলিতেও তল্লাশি চালাচ্ছে আরপিএফ ও জিআরপি।
হুগলির ব্যান্ডেল স্টেশন ও পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নাকা চেকিং।স্বাধীনতা দিবসের আগে রামপুরহাট স্টেশনে কড়া নজরদারি। গতকাল রাতে স্টেশন চত্বরে তল্লাশি চালায় আরপিএফ ও জিআরপি।
বাড়তি সতর্কতার ছবি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়েও। নিরাপত্তার কড়াকড়ি মালদা জেলা জুড়েও। স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে স্থল ও জলপথে চলছে কড়া নজরদারি।
১৫ অগাস্ট উপলক্ষ্যে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। রবিবার শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন থাকছেন ৪ হাজার পুলিশকর্মী। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিসি পদমর্যাদার ১১ জন পুলিশ অফিসার।
কয়েকজন জয়েন্ট কমিশনার রয়েছেন রেড রোডের নিরাপত্তার দায়িত্বে। সুপারভিশনের দায়িত্বে রয়েছেন স্পেশাল সিপি দময়ন্তী সেন। ২৩টা জায়গায় রয়েছে নাকা চেকিংয়ের ব্যবস্থা।
কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন দিলীপ ঘোষ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে ৭ হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।