কলকাতা: ইনফোকম ২০২০-র উদ্বোধন করলেন মমতা বন্দ্যাপাধ্যায়। করোনাকালে, নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সকল শিল্পপতিকে স্বাগত জানিয়ে বিনিয়োগের ঘোষণাও করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আরও বেশি বিনিয়োগ আসছে। আরও ২০টি নতুন বিনিয়োগ প্রস্তাব এসেছে।


মুখ্যমন্ত্রী জানিয়ে রাখেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। বলেন, উইপ্রো আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কগনিজেন্ট নিজেদের কর্মীসংখ্যা বাড়াচ্ছে। এরজন্য় ১০০ একর জমি এর জন্য চাওয়া হয়েছে। সিলিকন ভ্যালি ফেজ টু তৈরি হবে।


মুখ্যমন্ত্রীর মতে, তথ্যপ্রযুক্তিতে দেশের সামনের সারির সবকটি সংস্থাই আছে এখানে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলির লাভ বেড়েছে ১০০ শতাংশের বেশি।


এরাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিদের আহ্বান করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘বাংলায় আসুন আরও বিনিয়োগ করতে। আইটি পার্কের ৮০ শতাংশ এলাকা ইতিমধ্যেই পূর্ণ। এর ফলে প্রচুর পরিমাণে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।’


তিনি যোগ করেন, ‘৬৫টি শিল্প পার্ক তৈরি করা হয়েছে। বাংলায় তৈরি হয়েছে অ্যানিমেশন অ্যাকাডেমি।’


মুখ্যমন্ত্রীর দাবি, বিনিয়োগকারীরা এখন রাজ্যে বিনিয়োগ করতে চাইছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ এখন বিশ্বে পরিচিতি পাচ্ছে। বাংলার শিল্প যা পারে, অন্যরা তা পারে না।


‘করোনা-আবহে এই অনুষ্ঠান করায় আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘ক্ষুদ্রশিল্পের উপর আমরা নির্ভরশীল। করোনা-যুদ্ধে আমরা প্রথম সারিতে।


এই প্রেক্ষিতে কেন্দ্রের নাম না করে কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ভ্যাকসিন আবিষ্কার ছাড়াও মোকাবিলায় দরকার নির্দিষ্ট পরিকল্পনা। কোনটা প্রয়োজন, সেটা আগে বোঝা দরকার। ইচ্ছে থাকলেই উপায় হয়।’


মমতা মনে করিয়ে দেন, ‘জিডিপি-র হারে বংলা দেশে প্রথম। ই-গভর্নেন্সে বাংলা দেশে প্রথম। দারিদ্র্য দূরীকরণে বাংলা দেশে প্রথম।’