মালদা:  মালদায় বৈধ টিকিট থাকা সত্ত্বেও প্রতিবন্ধী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ জিআরপি-র বিরুদ্ধে। ঘটনার জেরে আর গৌড় এক্সপ্রেসে উঠতে পারেননি মহিলা ও তাঁর আত্মীয়। অভিযোগ নিয়ে মুখে কুলুপ জিআরপি-র।


শরীরে বাসা বেধেছে নানা রোগ। ৩ মাস অন্তর কলকাতায় আসতে হয় চিকিত্সার জন্য। রবিবার তাই ট্রেনে করে কলকাতায় আসছিলেন দক্ষিণ দিনাজপুরের বংশীহারির বাসিন্দা, সিদ্দিকা পারভিন।কিন্তু যাত্রাপথে চরম হেনস্থার শিকার হতে হল এই প্রতিবন্ধী মহিলা ও তাঁর আত্মীয়কে। জিআরপি-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ!


রবিবার ট্রেনে করে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থেকে মালদায় পৌঁছন সিদ্দিকা ও তাঁর এক আত্মীয়। তারপর টিকিট কেটে গৌড় এক্সপ্রেসে, প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কামরায় ওঠেন তাঁরা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, সিদ্দিকা ও তাঁর আত্মীয়কে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয় মালদা জিআরপি।


প্রতিবাদ করলে চরম হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে আর গৌড় এক্সপ্রেসে উঠতে পারেননি প্রতিবন্ধী মহিলা ও তাঁর আত্মীয়। ঘণ্টাখানেক মালদা স্টেশনে বসে থাকার পর....


রাত ১২টা ৫০-এ....পদাতিক এক্সপ্রেসে ওঠেন তাঁরা। এমনকি মালদা জিআরপি অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি সিদ্দিকা পারভিনের আত্মীয়ের। যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ মালদা জিআরপি।