শিলিগুড়ি: আইএসআই-এর এজেন্ট সন্দেহে শিলিগুড়ি থেকে গ্রেফতার এক ব্যক্তি।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রণবিজয় সিংহ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে দুর্নীতি-দমন শাখা এবং স্থানীয় পুলিশ। রণবিজয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫৫ টি নেপালের সিম কার্ড, ৩৫ টি ভারতীয় সিমকার্ড, ৪ টি ল্যাপটপ, বেশ কিছু এটিএম কার্ড এবং তিনটি ভোটার আইডি কার্ড।
ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, রণবিজয় বিহারের সিওনের বাসিন্দা। ২০০৯-এ কাতারে ছিল সে। ২০১০-এ ওমানে। ২০১৫-এ শিলিগুড়ির প্রধাননগর এলাকায় এসে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করে। সেখানে ইলেকট্রিক মেকানিকের ব্যবসা তার। তার মোবাইল খতিয়ে দেখা গেছে বিদেশে আন্তর্জাতিক নোটওয়ার্কের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল তার। যদিও তদন্তের স্বার্থে আইএসআই-এর সঙ্গে রণবিজয়ের সম্পর্ক কতখানি গভীর, তা নিয়ে কোনও তথ্যই প্রকাশ করেননি ওই অফিসার।
শিলিগুড়ি থেকে গ্রেফতার আইএসআই এজেন্ট
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2016 02:44 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -