রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কর্মীরা।  


এদিন জলপাইগুড়িতে জেলা বিজেপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। গেট খুলে কয়েকজন যুব তৃণমূল কর্মী ভিতরে ঢুকে ফ্লেক্স ছিঁড়ে দেয়। ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ। 


সেই সময় পুলিশ তাঁদের ভিতর থেকে বের করে দেয়। বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।


শুধ জলপাইগুড়ি নয়, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কর্মীরা। 


আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গী এবং বসন্তপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃনমূল কংগ্রেস। পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়।


প্রতিবাদের ছবি হাওড়াতেও। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের কাছে গুলমোহর পার্ক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে শরৎ সদন পর্যন্ত যায়। 


এই মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি ভাস্কর ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী, বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় এবং দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী। 


ভাস্কর বলেন, বাংলার পর ত্রিপুরাতেও খেলা হবে ২০২৩ সালে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না বিজেপি।


হামলার প্রতিবাদে জেলা যুব তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন চলে আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ার শহরের কলেজহল্ট মোড়ে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে প্রায় ১৫ মিনিট। অবিলম্বে দোষিদের শাস্তি দিতে হবে এই দাবী জানায় তারা।


বর্ধমানের কার্জনগেট চত্বরে জিটি রোড অবরোধ করে তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের নেতৃত্বে অবরোধে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রায় মিনিট দশেকের অবরোধের ফলে ব্যপক যানজট তৈরী হয় জিটি রোডে। পরে পুলিশী আশ্বাসে উঠে অবরোধ।


ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর উপর হামলা ও তাকে হেনস্থা করার প্রতিবাদে শীতলকুচিতে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ।