কলকাতা: আজ জামাই ষষ্ঠী৷ মাছ, মাংস ছাড়াও জামাইয়ের পাতে ফল, মিষ্টি সাজিয়ে দেবেন শাশুড়িরা। কিন্তু বাজার অগ্নিমূল্য হওয়ায় পকেটে টান পড়েছে শ্বশুরদের।

জামাইষষ্ঠীতে মাছের বাজারে ভিড় বেশি। ইলিশ থাকলেও, জোগান কম থাকায় দাম হয়েছে আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও। আম, জাম, কাঁঠাল, লিচু- জামাইয়ের পাতে যে ফলই দেওয়া হোক, তার দামও লাফ দিয়ে বেড়েছে। সব মিলিয়ে জামাই আপ্যায়ন করতে গিয়ে নাজেহাল দশা মধ্যবিত্তের।