ঝড়গ্রাম: রাজ্যের ২২ তম জেলা হিসেবে ঝাড়গ্রামের আত্মপ্রকাশ। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নয়া জেলা হিসাবে ঝাড়গ্রামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতি বছর ৪ এপ্রিল পালন করা হবে নতুন জেলার জন্মদিন। পাশাপাশি, জেলার উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। আজ ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে নতুন জেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানিয়েছেন, ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। স্কুল এবং কলেজের জন্য এদিন রামকৃষ্ণ মিশনকে ৫ একর জমি দেওয়ার কথাও অনুষ্ঠানে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তীরন্দাজি অ্যাকাডেমি তৈরির দায়িত্ব দেন স্বরাষ্ট্র সচিব মলয় দে-কে।
মুখ্যমন্ত্রী বলেছেন, ঝাড়গ্রামে অনেক রক্ত ঝরেছে। আর নয়। এবার উন্নতির পথে এগিয়ে যাবে এই নতুন জেলা। গতকাল রাতেই খড়গপুর থেকে ঝাড়গ্রামে এসে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি মহকুমা, ৮টি ব্লক, ১০টি থানা, ৩টি পুলিশ ফাঁড়ি ও একটি পুরসভা নিয়ে গড়ে উঠেছে এই নতুন জেলা। যার জনসংখ্যা ১১ লক্ষ ৩৭ হাজার ১৬৩ জন। নতুন জেলার জেলাশাসক হিসাবে দায়িত্ব নিচ্ছেন আর অর্জুন। পুলিশ সুপার হচ্ছেন অভিষেক গুপ্ত।
এক সময় জঙ্গলমহল ছিল অশান্ত। বিস্ফোরণ, মানুষ খুন ছিল রোজকার ঘটনা। কিন্তু এখন শান্তির বাতাবরণ। সেই শান্তির পরিবেশ বজায় রাখার বার্তাও এদিন দেন মুখ্যমন্ত্রী। দেন সঙ্গে থাকার বার্তা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকব। বাংলাকে বিশ্ব বাংলায় নিয়ে যাব। উন্নয়নের প্রশ্নে মঙ্গলবারও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, কেন্দ্র বিএফজিআর-এর টাকা বন্ধ করে দিয়েছে, আমরা ১১০ কোটির অ্যাকশান প্ল্যান তৈরি করেছি। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৬ বছরে শুধুমাত্র জঙ্গলমহলেই ৩৫ হাজার ছেলেমেয়েকে পুলিশে চাকরি দিয়েছে তাঁর সরকার। শান্তিনিকেতনের ধাঁচে আগামীদিনে ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণাও করেন তিনি।